ইউরোপে তীব্র ঠাণ্ডায় নিহতের সংখ্যা ৩শ’ ছাড়ালো
ইউরোপে তীব্র শীতের প্রকোপে নিহতের সংখ্য ৩শ’ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত কমপক্ষে ৩০৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বিমান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্র্রয়হীনরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। বহু জরুরি আশ্রয়কেন্দ্র খালা হয়েছে। এর মধ্যে ৯ বার তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে ফিনল্যান্ডে। ইউরোপের বাকি দেশগুলোতেও শীতের প্রকোপ অব্যাহতভাবে বাড়ছে। ইতালি, পোল্যান্ড ও ইউক্রেনে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। এর মধ্যে ইউক্রেনে আরও ৯ জন নিহত হওয়ায় সেখানে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। নিহত বেশিরভাগেরই কোন থাকার জায়গা ছিল না। এদিকে ইউক্রেনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে শীতের তীব্রতায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮শ’ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ৩ হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্রে। একই অবস্থা ইউরোপের বাকি দেশগুলোতেও। ইতালির রাজধানী রোমে সড়কগুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ঘন তুষারে ঢেকে গেছে প্রতিটি রাস্তা। ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে উন্নীত হয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ১৩শ’ বিমানের যাত্রা বাতিল করা হয়েছে গতকাল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
No comments