চীন ও রাশিয়ার ভেটো উপহাসমূলক: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বলেছে, গণতান্ত্রিক সিরিয়ার বন্ধুরা অবশ্যই দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে অবস্থান নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, শনিবার সিরিয়ার বিষয়ে চীন ও রাশিয়ার ভেটোর মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি ক্লিব সংস্থায় পরিণত করা হয়েছে। বুলগেরিয়ায় এক বিবৃতিতে তিনি ওই পদক্ষেপকে উপহাস বা ব্যাঙ্গাত্মক বলে মন্তব্য করেছেন। তিনি সিরিয়ার বিরোধীদের জন্য সবার সমর্থন আহ্বান করেন। তিনি বলেন, একটি ক্লিব নিরাপত্তা পরিষদ দেখার পর, এখন জাতিসংঘের বাইরে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। যেসব সহযোগীরা সিরিয়ার একটি ভাল ভবিষ্যৎ কামনা করেন, তাদের সঙ্গে একযোগে প্রেসিডেন্ট আসাদের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর কথাও বলেন তিনি। এ খবর দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদের বিরোধীরা এখন জাতিসংঘের বাইরে রক্তপাত বন্ধের চেষ্টা চালাবে। লিবিয়ায় যে প্রক্রিয়ায় দেশটির সাবেক নেতা কর্নেল গাদ্দাফিকে উৎখাত করা হয়েছিল, সেভ একই প্রক্রিয়ায় সিরিয়াতেও তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।
No comments