মাদ্রিদ থেকে দূরত্ব কমেনি বার্সেলোনার
মাদ্রিদ থেকে সাত পয়েন্টের পার্থক্য রয়েই গেল বার্সেলোনার। লিওনেল মেসির নৈপুণ্যে শনিবার বার্সা জয় পেলেও, অপর ম্যাচে রিয়ালের সাফল্যে ব্যবধান অপরিবর্তিত থাকে দল দুটির পয়েন্ট টেবিলে। আর রোববারের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে তৃতীয় স্থানের দল ভ্যালেন্িসয়া। লা লিগার খেলায় শনিবার রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। আর গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। এদিন সাফল্য নিয়ে গোলদাতার তালিকায় রিয়াল তারকা রোনালদোর একেবারে কাছাকাছি পৌছলেন টানা তিনবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসি। লা লিগায় রোনালদোর এ পর্যন্ত গোল ২৪টি। এ পতুর্জিজকে মেসি অনুসরণ করছেন ২৩ গোল নিয়ে। ২১ খেলা শেষে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকের শীর্ষে যথারীতি রিয়াল মাদ্রিদ। সমান খেলায় দ্বিতীয় স্থানের বার্সেলোনার সংগ্রহ ৪৮ পয়েন্ট।
No comments