কাশ্মীর ইস্যুতে আর যুদ্ধ সম্ভব নয়: গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ এক বিবৃতিতে বলেছেন, একবিংশ শতাব্দীতে কাশ্মীর দখল নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের সামর্থ্য নেই পাকিস্তানের। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে এরই মধ্যে চারবার যুদ্ধ হয়ে গেছে। এরপরও কাশ্মীর পাক-ভারত সমস্যার কেন্দ্রবিন্দু। তবে একবিংশ শতাব্দীতে আর যুদ্ধ চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা আলোচনা, কূটনৈতিক যোগাযোগ, বিচক্ষণ পররাষ্ট্রনীতি ও জাতীয় ঐক্যের মাধ্যমে এ সমস্যা সমাধান করতে চাই। তিনি আরও বলেন, কাশ্মীরের জনগণকে নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়ার মাধ্যমে আমরা তাদের সহায়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। পাকিস্তানের রাজনৈতিক দলগুলোসহ পুরো দেশ কাশ্মীর ইস্যুতে ঐক্যবদ্ধ। গিলানি বলেন, দায়িত্বশীল ও একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেব পাকিস্তানকে নির্ভরযোগ্য নীতি অবলম্বন করতে হবে। আর তা তৈরি হবে দেশের জনগণের মতামত বিবেচনার মাধ্যমেই।
No comments