ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প: ১ শিশুর প্রাণহানি
ফিলিপাইনের মধ্যাঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে ১ শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে আহতের কোন সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। এদিকে আক্রান্ত অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভূমিকম্পটি নিগ্রোস দ্বীপের অদূরে একটি সরু খালে আঘাত হানায় তা সুনামির আকারে ৩ ফুট বা ১ মিটার উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে। এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটি আঘাত হানার পরপরই আতঙ্কে মানুষজন শপিংমল ও ভবন থেকে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। শিশু-কিশোররা স্কুলের বাইরে বেরিয়ে আসে। কোন কোন এলাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বলেছে, ভূমিকম্পটির উৎস ছিল ৪৪ মাইল গভীরে ও তা আঘাত হানে মাটির ২৯ মাইল গভীরে।
No comments