বাংলাদেশে শিল্পে যৌথ বিনিয়োগের আহ্বান by অমর সাহা
বাংলাদেশে যৌথভাবে শিল্প স্থাপনে বিনিয়োগের জন্য ভারতীয় শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিল্পপতিরা।গত শনিবার কলকাতায় মার্চেন্ট চেম্বার অব কমার্স এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানানো হয়। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমদ বলেন, বিদেশিদের শিল্প স্থাপনের জন্য সিলেট ও কিশোরগঞ্জে তাঁদের শিল্পতালুকেই ২০০ একর জমি
রয়েছে। সেখানে ভারতীয় শিল্পপতিরা যৌথভাবে বিনিয়োগ করতে পারেন। মাতলুব আহমদ আরও বলেন, বাংলাদেশে শিল্প গড়া হলে আর্থিকভাবে লাভবান হবেন ভারতীয় শিল্পপতিরাই। মিলবে তাঁদের নানা ছাড়। ফলে উৎপাদন খরচ অন্তত ১৫ থেকে ২২ শতাংশ কমে যাবে। ফলে বাংলাদেশে উৎপাদিত ওই শিল্পজাত পণ্য ভারতসহ বিদেশে রপ্তানি করে ভালো মুনাফাও অর্জন করা যাবে।
বৈঠকে মার্চেন্ট চেম্বারের নেতারা বলেন, বাংলাদেশের শিল্পপতিদের এই আরজি তাঁরা বিবেচনা করবেন। মার্চেন্ট চেম্বারের সাবেক সভাপতি সুদেশ সান্থালিয়া বলেন, ‘এমন প্রস্তাব সত্যিই আমাদের কাছে গ্রহণীয়। আমরাও এ প্রস্তাবটি নিয়ে ভেবে দেখব।’
মাতলুব আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি শিল্প প্রতিনিধিদল কলকাতায় এসেছে।
No comments