নার্সদের বিক্ষোভ সমাবেশ-প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন না হলে আমরণ অনশন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই বছর আগে নার্স নিয়োগের ঘোষণা দিলেও বাস্তবায়িত হয়নি। দ্রুত এ ঘোষণার বাস্তবায়ন না হলে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নার্সরা। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজা হেনা। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে এ সংগঠন দাবি আদায়ে ২০ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেবা পরিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট, ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রার ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী ২০০৯ সালের ১৬ জুন সব শূন্য পদে নিয়োগসহ আরও পাঁচ হাজার নতুন পদ সৃষ্টি করে ডিপ্লোমা পাস করা বেকার নার্সদের চাকরিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বিজ্ঞপ্তি।
No comments