স্থায়ী কমিটির সিদ্ধান্ত-সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ওপর পুলিশের হামলা, গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার রাজধানী, প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। গতকাল রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আজকের পূর্বঘোষিত বিজয় র‌্যালির পরিবর্তে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তে কথা জানান। তিনি বলেন, বৈঠকে সরকারের এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে রাত আটটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলন কর্মসূচি ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহাবুবুর রহমান, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.