রসকারণ-সেভেন আপ নামটি কীভাবে এল? by আব্দুল কাইয়ুম

প্রায় ৮০ বছর আগে, ১৯২৯ সালে হালকা পানীয় হিসেবে সেভেন আপ বাজারে আসে। এর আবিষ্কারক প্রথমে কমলার রস বাজারজাত করে ব্যবসায় সাফল্য পেয়েছিলেন। এরপর তিনি লেবুর গন্ধসমৃদ্ধ কোমল পানীয় তৈরির ১১টি ফর্মূলা নিয়ে গবেষণা করে সেভেন আপ তৈরি করেন। এতে ছিল সাতটি (সেভেন) প্রাকৃতিক সুগন্ধের সমাহার।


তাই নামের প্রথমেই ‘সেভেন’। সে যুগে বিজ্ঞাপনে বলা হতো, সেভেন আপ পান করলে শরীর সতেজ ও হালকা হবে, আপনার কাজের প্রেরণা বেড়ে যাবে, হাওয়ায় ভাসবেন ইত্যাদি। ইংরেজি অঙ্ক ‘সেভেন’ (7)-এর গায়ে দুটি পাখা জুড়ে দিয়ে প্রলুব্ধ করা হতো যে সেভেন আপ আপনাকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাবে। এখানেই ‘আপ’ শব্দটির তাৎপর্য। এই দুয়ে মিলে নাম হয়েছে ‘সেভেন আপ’।

No comments

Powered by Blogger.