আবার গ্যাংস্টারের চরিত্রে by ফারহানা আদৃতা

তুষার কাপুরকে এত দিন দর্শক বিভিন্ন ছবিতে সাধারণ রোমান্টিক এবং কমিক রোলে দেখে আসছেন। অতি সম্প্রতি 'দ্য ডার্টি পিকচার' ছবিতে তাঁকে দেখা গেছে চমৎকার প্রশংসনীয় অভিনয় করতে। কমিক রোলেই তুষার বেশ সাফল্য পেয়েছেন_এ কথা বলা যায় অনায়াসেই। 'গোলমাল' সিরিজের প্রতিটি ছবিতে তাঁর উপস্থিতি দর্শকদের আলাদাভাবে আনন্দ দিয়ে চলেছে। 'ক্যায়া কুল হ্যায় হাম' ছবিতেও কমেডি অভিনয়ের মাধ্যমে দর্শকদের সন্তুষ্ট করতে সক্ষম


হয়েছিলেন একদা জাম্পিং জ্যাক হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র তনয় তুষার। এর বাইরে 'শুট আউট অ্যাট লোখান্ডেওয়ালা' ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করে তুষার কাপুর সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি সাধারণ দর্শকদেরও বেশ আলোড়িত করেছিলেন। ওই ছবিতে তাঁকে দুর্ধর্ষ গ্যাংস্টার দীলিপ বুয়ার চরিত্রে দেখা গিয়েছিল, যে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছিল। এবার আবার একটি নেগেটিভ রোলে অভিনয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন তুষার কাপুর। সঞ্জয় গুপ্তের বহুল আলোচিত নির্মাণাধীন ছবি 'শুট আউট অ্যাট ওয়াদালা'তে তাঁকে দেখা যাবে একজন গ্যাংস্টার শেখ মুনিবের চরিত্রে। এ ছবিতে মূল গ্যাংস্টার মান্যয়া সুরভের ভূমিকায় রূপদান করছেন জন আব্রাহাম। এ ছবিতে শেখ মুনিরকে মান্যয়া সুরভের একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখানো হবে। সঞ্জয় গুপ্তের বহুল আলোচিত এ ছবিতে অনেক দিন পর একটি নেগেটিভ রোলে অভিনয়ের সুযোগ পেয়ে তুষার নিজেও ভেতরে ভেতরে বেশ উত্তেজিত। অভিনীত চরিত্রটিকে পর্দায় যথাযথভাবে রূপায়ণের মাধ্যমে কিভাবে বিশ্বাসযোগ্য করে তোলা যায় এর চিন্তাভাবনা-গবেষণা করেই এখন তাঁর বেশির ভাগ সময় কাটছে। কমেডি, রোমান্টিক চরিত্রের পাশাপাশি নেগেটিভ রোলেও চমক লাগানো অভিনয় করতে চান তুষার কাপুর। সঞ্জয় গুপ্তের বহুল আলোচিত 'শুট আউট অ্যাট ওয়াদালা' ছবিতে সাড়া জাগানো এনকাউন্টারের ঘটনা তুলে ধরা হবে। এখানে দেখানো হবে পুলিশ অফিসার আইজাক বাগওয়ানের সঙ্গে এনকাউন্টারে গ্যাংস্টার মান্যয়া সুরভে কিভাবে নিহত হয়েছিল। এখানে পুলিশ অফিসার আইজাক বাগওয়ানের চরিত্রটি রূপায়ণ করছেন অনিল কাপুর।

No comments

Powered by Blogger.