চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি ৯ ঘণ্টা পরই স্থগিত by আহমেদ কুতুব,
দীর্ঘ ১৫ বছর পর গত শনিবার দুুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণার ৯ ঘণ্টা পর তা স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল। নতুন কমিটিতে পছন্দের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ না পাওয়ায় নগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঘোষিত কমিটি স্থগিতের আবেদন জানান। পরে খালেদা জিয়ার নির্দেশে যুবদল সভাপতি মোয়াজ্জম হোসেন আলাল কমিটি স্থগিত করেন।
জানা গেছে, স্থগিত কমিটিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সমর্থকই বেশি ছিল। ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে খসরু গ্রুপের চারজন, শাহাদাত গ্রুপের পাঁচজন, নোমান গ্রুপের একজন এবং মীর নাছির গ্রুপের একজন স্থান পেয়েছিলেন।
স্থগিত কমিটির সভাপতি কাজী বেলাল বলেন, 'খসরু ভাই গতকাল রাতে ম্যাডামের সঙ্গে দেখা করার পর ম্যাডাম আলাল ভাইকে ডেকে ঘোষিত কমিটি স্থগিত করার নির্দেশ দেন। পরে ম্যাডামের নির্দেশে যুবদল সভাপতি কমিটি স্থগিত করেন।'
স্থগিত কমিটির সভাপতি কাজী বেলাল বলেন, 'খসরু ভাই গতকাল রাতে ম্যাডামের সঙ্গে দেখা করার পর ম্যাডাম আলাল ভাইকে ডেকে ঘোষিত কমিটি স্থগিত করার নির্দেশ দেন। পরে ম্যাডামের নির্দেশে যুবদল সভাপতি কমিটি স্থগিত করেন।'
No comments