সিএফআইসি প্রতিযোগিতায় বুয়েট সেরা
'সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস [সিএফআইসি] প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের [বুয়েট] 'স্পন্দন' দল চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক্রম' এবং তৃতীয় হয়েছে বুয়েটের 'থান্ডারস্টর্ম'। স্বয়ংক্রিয় অনলাইন কিউ ম্যানেজমেন্ট প্রযুক্তি 'অনলাইন কিউ ম্যানেজমেন্ট' ডেভেলপ করে সঞ্জয় কুমার পাল, শুভ্রা পাল, সাদিয়া জাহিন এবং মাস-উদ হোসেনের দল স্পন্দন জিতে নেয় প্রথম পুরস্কার। গত শনিবার রাজধানীর ওয়েস্টিন
হোটেলে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। সিটি ফাউন্ডেশনের অর্থায়নে ডি.নেট ও সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো আয়োজিত হয় সিএফআইসি প্রতিযোগিতা। এতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্থিক খাতের জন্য সফটওয়্যারভিত্তিক বাস্তবমুখী প্রজেক্ট তৈরি করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আতিউর রহমান, সিটি ব্যাংক এনএ'র ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান, ডি.নেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী পাঁচটি দলকে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার, ১ হাজার, ৫০০ ও ১০০ ডলার সমপরিমাণ টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা নতুন নতুন উদ্ভাবন দিয়ে আমাদের চমকে দিতে সবসময় প্রস্তুত। এ জন্য শুধু তাদের সহায়তা দেওয়া প্রয়োজন।
আল আমীন হাসান
আল আমীন হাসান
No comments