মিয়ানমারে যাচ্ছেন বান কি মুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, তিনি ‘যত শিগগির সম্ভব’ মিয়ানমার সফরে যাবেন। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা জানান।
ইন্দোনেশিয়ায় থেইন সেইনের সঙ্গে ওই বৈঠকের পর বান কি মুন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি যত শিগগির সম্ভব মিয়ানমার সফরে যাব বলে পরিকল্পনা নিয়েছি।’ মিয়ানমারের প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন বলে জানান।
জাতিসংঘের মহাসচিব জানান, বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্টকে চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য ২০১৪ সাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।
ইন্দোনেশিয়ায় থেইন সেইনের সঙ্গে ওই বৈঠকের পর বান কি মুন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি যত শিগগির সম্ভব মিয়ানমার সফরে যাব বলে পরিকল্পনা নিয়েছি।’ মিয়ানমারের প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন বলে জানান।
জাতিসংঘের মহাসচিব জানান, বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্টকে চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য ২০১৪ সাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।
No comments