বাণিজ্য ও সমুদ্রসীমার নিরাপত্তা নিয়ে ওবামা-জিয়াবাও আলোচনা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শনিবার চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি এই দুই নেতা অনির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকে বাণিজ্য, সমুদ্রসীমার নিরাপত্তা বিশেষ করে দক্ষিণ চীন সাগর নিয়ে আলোচনা হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের শুরুতে প্রেসিডেন্ট ওবামা চীনের বাণিজ্য ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এর সপ্তাহ খানেকের মধ্যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিলেন তিনি।
ওবামা ও জিয়াবাওয়ের বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন বলেন, দুই নেতার বৈঠকে মূলত অর্থনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনায় প্রেসিডেন্ট ওবামা কৃত্রিমভাবে চীনের মুদ্রা ইউয়ানের দাম কম রাখা ও বিতর্কিত বাণিজ্যের বিষয়ে গুরুত্ব দেন। গত সপ্তাহে হাওয়াইতে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সাক্ষাতের সময়ও প্রেসিডেন্ট ওবামা এই বিষয়গুলো তুলে ধরেছিলেন।
বৈঠকে বাণিজ্য, সমুদ্রসীমার নিরাপত্তা বিশেষ করে দক্ষিণ চীন সাগর নিয়ে আলোচনা হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের শুরুতে প্রেসিডেন্ট ওবামা চীনের বাণিজ্য ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এর সপ্তাহ খানেকের মধ্যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিলেন তিনি।
ওবামা ও জিয়াবাওয়ের বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন বলেন, দুই নেতার বৈঠকে মূলত অর্থনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনায় প্রেসিডেন্ট ওবামা কৃত্রিমভাবে চীনের মুদ্রা ইউয়ানের দাম কম রাখা ও বিতর্কিত বাণিজ্যের বিষয়ে গুরুত্ব দেন। গত সপ্তাহে হাওয়াইতে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সাক্ষাতের সময়ও প্রেসিডেন্ট ওবামা এই বিষয়গুলো তুলে ধরেছিলেন।
No comments