রাশিয়ার নেতৃত্বে অর্থনৈতিক ইউনিয়ন-২০১৫ সাল নাগাদ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিন দেশের নেতারা

উরোপীয় ইউনিয়নের (ইইউ) মডেলে আরেকটি অর্থনৈতিক ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাশিয়া, বেলারুস ও কাজাখস্তান। যার নাম হবে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এবং এটি গড়ে তোলা হবে ২০১৫ সালের মধ্যেই। তিনটি দেশের প্রেসিডেন্ট এ নিয়ে একটি চুক্তি সই করেছেন। যে চুক্তির আওতায় ইউরোপিয়ান কমিশনের মতো একটি নির্বাহী কমিটি হবে। তিন দেশের মধ্যে পূর্বে শুল্ক চুক্তি থাকলেও এখন লক্ষ্য সব ধরনের বাণিজ্যিক বাধা তুলে দিয়ে একটি একক বাজার তৈরি করা।


প্রস্তাবিত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের মতো আরেকটি ব্লক তৈরির উদ্যোগ বলে বিভিন্ন মহল থেকে সমালোচনা এলেও তা মানতে নারাজ রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। গত মাসে পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তিনি জোর দিয়ে বলেন, ইউএসএসআরকে সংস্কার করার কোনো কথা হয়নি। তিনি যুক্তি দিয়ে বলেন, অতীতে যা ছিল, তা নকল করা হবে অর্থহীন। অন্যদিকে রাশিয়ান টেলিভিশনে সম্প্রচারিত একটি লাইভ টিভি অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, 'কোনো সন্দেহ নেই, আমাদের দেশগুলোর ভবিষ্যতের জন্য এটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।' তিনি আরো বলেন, 'ইউরেশিয়ান ইউনিয়নের সম্ভাবনার কথা ভেবে আরো কয়েকটি রাষ্ট্র ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে। এ ক্ষেত্রে কিরগিজিস্তান ও তাজাখস্তানের কথা বলা যায়, যারা এ প্রকল্পের দিকে অতি আগ্রহ নিয়ে চেয়ে আছে।' মেদভেদেভ এ সম্ভাবনাও নাকচ করে দেননি যে ২০১৫ সালের আগেও ইউনিয়ন গড়ে উঠতে পারে। তাঁর বক্তব্য হচ্ছে, 'এ ক্ষেত্রে যেসব পূর্ব শর্ত পূরণ করতে হবে, দ্রুততার সঙ্গে আমরা তা করব।'
এই তিনটি দেশের মধ্যে শুল্কচুক্তি কার্যকর হয় জুলাই ২০১০ সালে। চুক্তি অনুযায়ী বেলারুস, রাশিয়া ও কাজাখস্তান সম্মত হয় তিন দেশের মধ্যে আমদানি-রপ্তানিতে সব ধরনের কর ও শুল্ক নিয়ন্ত্রণ তুলে নিতে। এখন এই তিনটি দেশ ২০১২ সাল থেকে একক অর্থনৈতিক বাজার গড়ে তুলতে কাজ করবে। কাজাখ প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ বলেন, অর্থনৈতিক ইউনিয়ন নিয়ে কাজ শুরুর আগে তাঁরা মূল্যস্ফীতি ও ঋণ মাত্রার ক্ষেত্রেও একটি চুক্তিতে আসবেন। বিবিসি।

No comments

Powered by Blogger.