পুঁজিবাদবিরোধী আন্দোলন যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৮৫

ন্দোলন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের 'অকুপাই ওয়ালস্ট্রিট' নামে করপোরেট বিরোধীরা। তাদের ওপর পুলিশের বিভিন্ন দমন-পীড়নও অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে সানফ্রান্সিসকোর কাছে অকল্যান্ডে আন্দোলনকারীদের হটাতে পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর আগে সকালে সেখান থেকে ৮৫ জনকে গ্রেফতার করে পুলিশ।


'অকুপাই অকল্যান্ড' নাম নিয়ে অকল্যান্ডের সিটি হলের সামনের একটি স্কয়ারে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়েছিল। মঙ্গলবার রাতে দাঙ্গা পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। বিক্ষোভকারীরা এর প্রতিবাদ জানালে পুলিশ তাদের তাঁবু অপসারণ করতে উদ্যত হয়। বিক্ষোভকারীরা বাধা দিলে পুলিশ কাঁদানে গ্যাস ও বিকট শব্দ উৎপাদনকারী সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের শব্দ রাস্তার পাশের ভবনগুলোয় প্রতিধ্বনিত হয়ে সেখানে নারকীয় অবস্থার সৃষ্টি করে। এতে কয়েক জন বিক্ষোভকারী আহতও হয়। হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবার দলবদ্ধ হয়ে পুলিশের ওপর ডিম ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এর আগে বিক্ষোভকারীদের মিছিল আটকে দিয়ে পুলিশ ৮৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করে। দু'সপ্তাহ ধরে ওই স্থানে অবস্থান করছিল মার্কিন পুঁজিবাদী অর্থনীতিবিরোধী বিক্ষোভকারীরা।

No comments

Powered by Blogger.