গাদ্দাফির জানাজার গোপন ভিডিও প্রচার
লিবিয়ার পূর্বাঞ্চলীয় মিসরাতা শহরের নিকটবর্তী তিউনিসিয়ান মার্কেট নামের কাঁচাবাজারে গত সোমবার গভীর রাতে অনুষ্ঠিত কর্নেল মুয়াম্মার গাদ্দাফি, তার ছেলে মুতাসিম এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবু বকর ইউনুসের জানাজার ভিডিওচিত্র প্রচার করা হয়েছে। দুবাইভিত্তিক টিভি চ্যানেল 'আল আলান' শৌখিন ভিডিওচিত্র গ্রাহকের গোপনে তোলা এ ছবি প্রচার করেছে। আল আলান টিভিতে প্রচারিত জানাজার ভিডিও ফুটেজে বাজারের স্বল্পালোকিত চত্বরে ৩টি খোলা কফিন দেখা যায়। ধারণা করা যায়, কফিনগুলো গাদ্দাফি, মুতাসিম এবং আবু বকরের। ধারণকৃত ভিডিও ফুটেজটি ছিল খুবই সংক্ষিপ্ত।
ফুটেজের একাংশে দেখা যায়, এক মৌলভী জানাজা পরিচালনা করেছেন। খালেদ তানতৌশি নামের এই মৌলভী ছিলেন গাদ্দাফির ব্যক্তিগত ইমাম। তাকে গাদ্দাফির সঙ্গে গত বৃহস্পতিবার সিরতে শহরে আটক করা হয়। ভিডিও ফুটেজে আরও দেখা যায়, জানাজা শেষে কফিনগুলো এনটিসির দু'জন অনুসারীর কাছে হস্তান্তর করা হচ্ছে গোপন স্থানে দাফনের উদ্দেশ্যে। ভিডিও ফুটেজটি এখানেই শেষ হয়। তবে এটি কে ধারণ করেছে আল আলান টিভিতে তা বলা হয়নি। মিসরাতা বাজারের জানাজায় গাদ্দাফির দুই নিকটাত্মীয় (কাজিন) অংশ নিয়েছিলেন বলে এনটিসির মুখপাত্র আবদেল মজিদ ম্লেগতা জানান। তারা হলেন যথাক্রমে মনসুর ধাও ইব্রাহিম এবং আহমেদ ইব্রাহিম। মনসুর ধাও এক সময় দুর্ধর্ষ পিপলস গার্ডের নেতা ছিলেন। বৃহস্পতিবার সকালে গাদ্দাফি গাড়িবহর নিয়ে সিরতে শহর ছেড়ে চলে যাওয়ার সময় ন্যাটো ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তখন মনসুর এবং ইব্রাহিম এনটিসি যোদ্ধাদের হাতে আটক হন। সূত্র :টেলিগ্রাফ।
No comments