চাপের মুখে এনটিসি

লিবিয়ায় ন্যাটো বাহিনী চলতি বছরের শেষ পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে। গাদ্দাফির অনুগতদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ঠেকাতে এটা দরকার বলে বুধবার কাতারে ন্যাটো জোটের সঙ্গে বৈঠক করতে আসা অন্তর্বর্তী পরিষদের নেতা মুস্তাফা আবদেল জলিল একথা জানিয়েছেন। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে নতুন লিবীয় শাসকরা চাপের মুখে রয়েছেন।


খবর এএফপি ও আলজাজিরা অনলাইনের। ন্যাটোর সহযোগিতায় গাদ্দাফিকে হটিয়ে লিবিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় বসা এনটিসি নেতা জলিল কাতারের দোহায় ন্যাটো সেনানায়কদের সঙ্গে বৈঠকের পর গতকাল জানান, গাদ্দাফি অনুগতরা লিবিয়া ছেড়ে অন্য দেশে যাতে আশ্রয় নিতে না পারেন, সে জন্য চলতি বছরের শেষ পর্যন্ত ন্যাটো লিবিয়ায় তাদের অভিযান অব্যাহত রাখবে। এদিকে আটকের পর গাদ্দাফিকে মাথায় গুলি করে হত্যা এবং তার অনুগত শত শত সেনার লাশ আবিষ্কারের পর লিবিয়ার নতুন শাসকরা পাশ্চাত্যের মানবাধিকার সংস্থাগুলোর চাপের মুখে রয়েছে। জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলো, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য সংগঠন লিবিয়ার মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। সেখানকার নতুন শাসকদের প্রতি তারা বন্দিদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং বিতর্কিত পন্থায় শত্রু সেনাদের মৃত্যুদণ্ড প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা উত্তর আফ্রিকার ওই দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য টিম গঠনের পাশাপাশি একথাও বলেছে, এনটিসি ও সশস্ত্র যোদ্ধা দলগুলোকে সব বন্দির প্রতি আন্তর্জাতিক নিয়মনীতি অনুযায়ী সদয় আচরণ নিশ্চিত করতে হবে।

No comments

Powered by Blogger.