একান্ত সাক্ষাৎকারে সাদেক হোসেন খোকা-ডিসিসি বিভক্ত করলে নির্বাচন অনিশ্চিত হবে by লোটন একরাম
ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দু'ভাগ না করে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জোর দাবি জানিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। তিনি বলেছেন, পৃথিবীর বড় বড় শহর একটি প্রশাসনের অধীনেই চলছে। ডিসিসির সাংগঠনিক ক্ষমতার সীমাবদ্ধতা থাকার কারণেনাগরিকদেরঅনেক সেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক খোকা বলেন, ঢাকা মহানগরীর আওয়ামী লীগ ও বিএনপির কোনো সাংসদ বা কাউন্সিলর, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুশীল সমাজ_ কেউই বিভক্তের দাবি তোলেননি।
সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে জনসংখ্যা বৃদ্ধির অজুহাত দেখিয়ে ডিসিসিকে বিভক্ত করার একটি অপরিপকস্ফ, অগণতান্ত্রিক ও অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। বিভক্তি জটিলতায় ডিসিসির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। ডিসিসিকে একটি মন্ত্রণালয়ের অধীনে না রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রাখার জোর দাবি জানান খোকা। বলেছেন 'মেট্রোপলিটন গভর্নমেন্ট' গঠনের কথা। একই সঙ্গে তিনি নাগরিক সেবা নিশ্চিত করতে চার ডেপুটি মেয়রের পদ সৃষ্টির মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে আগামী ১০০ বছরের মহাপরিকল্পনা গ্রহণের প্রস্তাব করেন। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ডিসিসিকে দু'ভাগ করার নীতিগত সিদ্ধান্তের বিষয়ে বুধবার সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
No comments