রেকর্ডের দিনে জয়েরও নায়ক জাভি

প্রত্যাশার পারদটা চড়া বলেই এমন হয়। নয়তো পুরো ম্যাচের তিন-চতুর্থাংশেরও বেশি সময় বল দখলে রেখে প্রতিপক্ষের গোলপোস্টে একের পর এক আক্রমণ, কিছু 'ম্যাজিকাল মুভ' আর শেষ পর্যন্ত দারুণ একটা ফ্রি-কিকে পাওয়া গোলে জয়_মন্দ কী?মন্দ নয়। আবার প্রত্যাশার পারদের দাগ স্পর্শ করার মতোও নয়। কারণ দলটার নাম বার্সেলোনা। শুধু সমর্থকরা নন, যাঁরা তাদের অপছন্দ করেন কিংবা যাঁরা পছন্দ না করে স্রেফ সুন্দর ফুটবলের জন্য তাদের খেলা দেখতে বসেন, তাঁরাও প্রত্যাশা করেন বার্সেলোনা প্রতি ম্যাচে অসাধারণ কিছু করবে। মেসি-ইনিয়েস্তা ফুটবলের অসামান্য সৌন্দর্য দেখিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবেন।


কারণ এ সময়ের সেরা দলই শুধু নয়, তাদের যে সর্বকালের সেরা ক্লাব দলও মনে করেন অনেকে!গ্রানাদার বিপক্ষে পরশু রাতে স্প্যানিশ লিগের ম্যাচে বার্সেলোনার ওই ম্যাজিকটাই যেন কিছুটা কম ছিল। বিশেষজ্ঞ ধারাভাষ্যকাররা যেটা দেখে বলেছেন, বার্সেলোনা আজ বার্সেলোনার মতো খেলেনি। যদিও জাভির একমাত্র গোলে জয় শেষ পর্যন্ত তাদেরই হয়েছে।
পুরো ম্যাচে গ্রানাদা বার্সেলোনার গোলপোস্টে একটাও শট নিতে পারেনি। কিন্তু প্রতিপক্ষের আক্রমণ তারা ঠেকিয়ে দিয়েছে দক্ষ হাতে। এমনকি ৫৩ মিনিটে একজন লাল কার্ড পাওয়ায় ১০ জনের দল হয়ে যাওয়ার পরও। শেষ মুহূর্তে আরো একজন লাল কার্ড পাওয়ায় ম্যাচটা শেষ করেছে তারা ৯ জন মাঠে নিয়ে! এর পরও যে এক গোলের বেশি হজম করতে হয়নি তার কৃতিত্ব সবার আগে গ্রানাদার গোলরক্ষক রবার্তোর। মেসি-পেদ্রোদের বেশ কিছু শট দক্ষ হাতে সামলেছেন তিনি। আর্জেন্টাইন জাদুকর যদিও তাঁর স্বরূপে ছিলেন না, কিন্তু তার পরও ১৩ ও ৫৩ মিনিটে দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। প্রথম শটটি ডান পোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে গেছে। ফাঁকা বারে মারা দ্বিতীয়টি দৌড়ে গিয়ে ফিরিয়ে দিয়েছেন গ্রানাদার ডিফেন্ডার ডিয়েগো মেইঞ্জ। একমাত্র গোলটা অবশ্য হয়ে গেছে এর আগেই। ৩৩ মিনিটে ডি বঙ্রে একটু বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে বারের ডান কোনা দিয়ে বল জালে পাঠিয়েছেন জাভি। স্প্যানিশ লিগে এদিন বার্সেলোনার হয়ে রেকর্ড ৩৯২তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। যদিও ম্যাচ জেতানো গোলটার পরও খুব একটা সন্তুষ্ট মনে হয়নি তাঁকে, 'আমাদের জন্য ম্যাচটা একটু জটিল হয়ে গিয়েছিল। গ্রানাদা আমাদের জালে কোনো শট নিতে পারেনি, কিন্তু আমরাও তো এত চেষ্টার পর দ্বিতীয় কোনো গোল করতে পারলাম না। আরো সহজ জয় হলেই আমি খুশি হতাম।' শিষ্যের সঙ্গে খুব একটা দ্বিমত নেই বার্সেলোনা কোচ পেপ গার্দিওলারও, 'আমরা আজ সৌভাগ্যক্রমে জিতেছি। মাত্র এক গোলের লিড, যেকোনো সময় ম্যাচের ফল বদলে যেতে পারত।'
বার্সেলোনার এই জয়ের রাতটা একেবারে মন্দ কাটেনি কার্লিং কাপে মাঠে নামা ইংলিশ লিগের জায়ান্ট ক্লাবগুলোর। ডার্বি ম্যাচে লজ্জাজনক হারের স্মৃতি পেছনে ফেলে অ্যাল্ডারশটকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল করেছেন দিমিতার বারবাতভ, মাইকেল ওয়েন ও আন্তোনিও ভ্যালেন্সিয়া। অন্য ম্যাচে আন্দ্রে আরশাভিন আর পার্ক চু-ইয়ংয়ের লক্ষ্যভেদে বোল্টনকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। গোল ডটকম, এপি

No comments

Powered by Blogger.