দুর্দান্ত পারফরমেন্সে প্রশংসায় ভাসলেন ধোনি
সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে পুনে সুপারজায়ান্টকে শনিবার দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচটি চার ও তিনটি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়ে ম্যাচের ইতি টানেন ফিনিশার ধোনি। ভারত ও পুনের সাবেক অধিনায়কের এমন ব্যাটিং দেখে মুগ্ধ দেশটির বর্তমান ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলপতি বিরাট কোহলি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্ট্যাটাস দিয়েছেন কোহলি, ‘এম এস ধোনি আবার সেটাই করে দেখাল, যা বছরের পর বছর ধরে আত্মবিশ্বাসের সাথে করে দেখিয়েছে। চ্যাম্পিয়নের ইনিংস। দারুণ লাগল।’ শুধুমাত্র কোহলিই নন, ধোনির ওমন ইনিংসের প্রশংসা ঝড়েছে টুইটার-ফেসবুক জুড়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে কোহলির সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স টুইট করেন, ‘এম এস ধোনির এই ব্যাটিং দারুণ উপভোগ করলাম’। ভারতের সাবেক মারকুটে ওপেনার বিরেন্দার শেবাগ হিন্দিতে টুইট করেন, ‘আনহোনি কো হোনি কর দে। অসাধারণ, মাহি, অসাধারণ’।
বলিউড তারকা শাহিদ কাপুরও টুইট করেন। তিনি লিখেন, ‘ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। কখনও গ্রেটদের টেনে নামিও না। এম এস ধোনি অসাধারণ ছিল এবং থাকবে।’ হায়দারাবাদের ছুঁড়ে দেয়া ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে এক পর্যায়ে পুনের স্কোর ছিলো ১৬ দশমিক ১ ওভারে ৪ উইকেটে ১২১ রান। তাই ৬ উইকেট হাতে নিয়ে শেষ ২৩ বলে ৫৬ রান প্রয়োজন পড়ে পুনের। এসময় ১৯ বলে ২১ রানে অপরাজিত ছিলেন ধোনি। তাই পুনের একমাত্র ভরসা কেবল এই ফিনিশারই ছিলেন। ফিনিশার শব্দের তকমা পাওয়া ধোনি, আবারো প্রমাণ করেন কেন তিনি ফিনিশার। ইনিংসের শেষ বলে পুনের দরকার পড়ে ২ রান। এক্সটা কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে পুনেকে দুর্দান্ত এক জয় এনে দেন ধোনি। ম্যাচের সেরা ধোনি বলেন, ‘কঠিন পরিস্থিতি ছিল। প্রতিদিন এমন ম্যাচ জেতা যাবে না।’
No comments