হাতিয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক নিহত
নোয়াখালীর হাতিয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে গিয়াস উদ্দিন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার উপজেলার জাহাজমারা ইউনিয়নের সুখচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একই গ্রামের সোহরাব ও ইলিয়াছকে গ্রেফতার করেছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, সুখচর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কৃষক গিয়াস উদ্দিন তার জমির পানি সেচ দিতে গেলে প্রতিপক্ষ সোহরাব তাকে বাধা দেয়। এতে দু'জনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহরাব লাঠি দিয়ে গিয়াস উদ্দিনকে আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে তাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে একই গ্রামর ইমাম হোসেনের ছেলে সোহরাব ও ইলিয়াছকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
No comments