শাকিবের উপস্থিতিতে থমথমে পরিবেশ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত হয়ে উঠছে এফডিসি। ২১ এপ্রিল বিকালে ১৫টিরও বেশি মোটরসাইকেল নিয়ে একদল যুবক মূল গেটের বাধা উপেক্ষা করে এফডিসি চত্বরে প্রবেশ করে। এরপর এফডিসিজুড়ে তারা বাইক নিয়ে মহড়া দেয়। কেন এবং কার পক্ষ নিয়ে তারা অবৈধভাবে এফডিসিতে প্রবেশ করে এ মহড়া দেয় সেটি স্পষ্ট করে জানা যায়নি। অনেকে এটিকে সন্ত্রাসী মহড়া বলে জানিয়েছেন। এ মহড়া নিয়ে এফডিসি চত্বর বেশ উত্তপ্ত ছিল। থমথমে পরিবেশ বিরাজ করেছে এফডিসিজুড়ে। হঠাৎ করেই নির্বাচনী প্রচরণা বন্ধ হয়ে গিয়েছিল। এদিন বিকালে অপু বিশ্বাসবিষয়ক সমস্যার পর প্রথমবারের মতো এফডিসি এসেছিলেন চিত্রনায়ক শাকিব খান। তার আসার আগেই একদল উশৃঙ্খল যুবক বাইক নিয়ে মহড়া দেয়া শুরু করে। পরে পুলিশের আসার কথা শুনে তারা পালিয়ে যায়। এফডিসিতে এসেই শাকিব খান পূর্ব নির্ধারিত একটি জরুরি মিটিং শুরু করেন। যদিও গুঞ্জন ছিল শিল্পী সমিতির নির্বাচন বন্ধের জন্য সন্ত্রাসী মহড়া ও জরুরি মিটিং ডাকা হয়েছিল। কিন্তু মিটিং শেষ হওয়ার পর জানা গেছে, দিনকয়েক আগে পরিচালকদের হেয় করায় শাকিব খানকে উকিল নোটিশ পাঠিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
এ নোটিশের কারণেই ২১ এপ্রিল এফডিসিতে জরুরি সভা ডাকেন শাকিব। এ প্রসঙ্গে যুগান্তরকে তিনি বলেন, ‘এমন করে উনারা শিল্পীদের উকিল নোটিশ দিতে পারেন না। তাই জরুরি মিটিং ডেকেছিলাম। এতে সিদ্ধান্ত হয়েছে সমঝোতা হলেই শিল্পী সমিতির নির্বাচন হবে। না হলে অন্য সিদ্ধান্ত নেব আমরা।’ সন্ত্রাসী মহড়ার বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে শাকিব খান বলেন, ‘এফডিসিতে এখন মাসল পাওয়ার প্রদর্শন চলছে। কে বা কারা এমন কাজ করছে সেটা আমার জানা নেই।’ এদিকে নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান সন্ত্রাসী মহড়া প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন বন্ধ করার জন্য একটি বিশেষ মহল এমন কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু এমন পাওয়ার দেখিয়ে কখনও নির্বাচন বন্ধ করা যাবে না।’ তবে কেপিআইভুক্ত এলাকা হওয়া সত্ত্বেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে এফডিসিতে সন্ত্রাসীরা মহড়া দেয় সেটা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
No comments