বোলারদের পারফরম্যান্সে হতাশ সাকিবদের কোচ
গুজরাট লায়ন্সের কাছে ঘরের মাঠে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের কোচ জ্যাক কালিস। তিনি মনে করছেন, বোলাররা হঠাৎই এই ম্যাচে ভালো বল করতে পারেনি। তাই হারতে হল। তিনি বলেছেন, 'এমন নয় যে, একটা ম্যাচে হেরে গিয়েছি বলে আমাদের বোলিং দূর্বল হয়ে গেল। আমরা যেভাবে ব্যাটিং শুরু করেছিলাম, তাতে ২০০ রান করা উচিত ছিল।
কিন্তু এটাও মানতে হবে যে, ওরা শেষ পাঁচ ওভার খুব ভালো বল করেছে। তাই আমরা ২০০ পর্যন্ত পৌঁছতে পারিনি।' কালিস আরো বলেছেন, 'আমাদের বোলাররা বিশেষ করে নারিন, সাকিব আল হাসান, ন্যাথান কাউন্টারনাইল এবং ক্রিস ওকস, কেউই ভালো বল করতে পারেনি। একমাত্র কূলদীপ যাদব কিছুটা যা চেষ্টা করেছিল। তবে, আমাদের হাতে এখনও অনেক সময় আছে। আমরা আত্মবিশ্বাসী যে, পরের ম্যাচ থেকেই সব ঠিক হয়ে যাবে।'
No comments