মুম্বাইয়ের টানা ছয়
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ শনিবার আইপিএলের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে বিশ ওভারে ৮ উইকেটে ১৪২ করে রোহিত শর্মার দল। দলের পক্ষে জস বাটলার ২৮, কাইরন পোলার্ড ২৬ ও হারদিক পান্ডিয়া ২৪ রান করেন। ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে দিল্লি। স্কোর বোর্ডে ২৬ রান তুলতেই ছয় উইকেট হারায় দলটি।
দলীয় রান ১০ থেকে ২১-এ যেতে চার উইকেট হারায় দিল্লি, যার মধ্যে ৩টি উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘান। এরপর জহির খানের দল সর্বনিম্ন রানে অলআউট হবে কীনা এমন হিসাব নিকাশ শুরু হলেও হারার আগে হার না মানার মানসিকতা নিয়ে ঘুরে দাড়ায় দুই প্রেটিয়া বোলার কাগিসো রাবাদা ও ক্রিস মরিস। এদের হাতে পুরোপুরি ম্যাচে ফিরে আসে দলটি এমনকি জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। মরিস ৪১ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন। রাবাদা ৩৯ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। আজকের ম্যাচ নিয়ে টানা ছয়টি জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স।
No comments