দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫
দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ারের হোসেন (৪০)। শনিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, এর আগে দিনাজপুরের যমুনা অটো রাইস মিলসের আহত শ্রমিক রঞ্জনা রায় (৪০), মেকসেদ আলী (৪৮) বুধবার ও আরিফুল ইসলাম (৩০) বৃহস্পতিবার এবং রুস্তম আলী (৪৫) শুক্রবারে মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. মারুফুল ইসলাম আজ জানান, বর্তমানে এখানে ১৩ জন আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার দিনাজপুরের শেখহাটি গোপালগঞ্জের যমুনা অটো রাইস মিলস-এর বয়লার বিস্ফোরণে প্রায় ৪০ শ্রমিক আহত হন।
No comments