শাহজালালে ৩শ’ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩শ’ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। বিদেশি ইজি ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ এই সিগারেট কাস্টমস কর্মকর্তারা রোববার জব্দ করেন। গালফ এয়ারের একটি ফ্লাইট ভোর ৫টায় শাহজালালে অবতরণ করেন। সে ফ্লাইটের যাত্রী অব্দুল হালিম (৩০) তিনি পাকিস্তান থেকে বাই রুট ব্যবহার করে বাহরাইন হয়ে বাংলাদেশে এসেছেন। তার গ্রামের বাড়ি ফেনী। বিমানবন্দরে অবতরণের পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজ স্ক্যান করলে সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। এরপর তার ল্যাগেজ থেকে ৩শ’ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।
No comments