শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত ১
শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে বিরণ মারাক (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং তাঁর স্ত্রী শৈল সাংমা (৪৫) ও ছেলে বিজয় সাংমা (৩) গুরুতর আহত হয়েছেন। নিহত বিরণ শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুড়ী খ্রীস্টানপাড়া গ্রামের লিবন সাংমার ছেলে। এ সময় হাতির আক্রমণে দুটি গরু মারা যায় এবং বিরণের বসত ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। গত ২২ এপ্রিল শনিবার দিবাগত রাত ১২টার দিকে বালিজুড়ী খ্রীস্টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বন বিভাগ, উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে একদল হাতি ধান খাওয়ার জন্য বালিজুড়ী গ্রামে আসে। এ সময় হাতির দলটিকে তাড়ানোর জন্য বিরণ মারাক ও তাঁর পরিবারের লোকজন ডাক-চিৎকার করলে হাতির দল বিরণের বসতঘরে আক্রমণ চালিয়ে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত করে। হাতির আক্রমণে বিরণ, তাঁর স্ত্রী শৈল সাংমা ও শিশু পুত্র বিজয় সাংমা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বিরণ মারা যান। আহত শৈল ও বিজয়কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বন বিভাগ, বালিজুড়ী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম হাতির আক্রমণে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন রোববার সকালে বলেন, নিহত ও আহতদের পরিবারকে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থ সহায়তা প্রদান করা হবে।
No comments