ধামরাইয়ে বাস চাপায় হেলাপার নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে আজ রোববার সকালে বাসের চাপায় বাসের এক হেলপার মারা গেছেন। নিহত ব্যক্তির নাম সানাউল্লাহ সানু। তিনি ধামরাই ডি-লিঙ্ক পরিবহনের হেলপার ছিলেন। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডের দক্ষিণপাশে দাঁড়িয়েছিল সানু (৩২)। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সাটুরিয়া গামী এস-বি লিংকের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সানু মারা যায়।
No comments