সাঁথিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার
সাঁথিয়ার ছেঁচানিয়া ব্রীজের নিচ থেকে জাবেদ আলী (৬৫) নামের এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। সে উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত- কাজেম উদ্দিনের ছেলে। সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। জানা যায়, আজ রবিবার ভোর ৬টার দিকে এলাকাবাসী বেড়া-মাধপুর আঞ্চলিক মহাসড়কের সাঁথিয়া ব্রীজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে সাঁথিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা লাশ জাবেদ আলীর বলে সনাক্ত করেছে। সে মানসিক রোগী ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশের ধরনা চলন্ত গাড়ীর সাথে ধাক্কা লেগে ব্রীজের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
No comments