বৃষ্টি-বিরতিতে আমিরের ৫ উইকেট
বৃষ্টি-বিঘ্নিত জ্যামাইকা টেস্টে ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ বহাল আছে। তবে যেভাবে বৃষ্টির আধিপত্য চলছে, তাতে দ্বিতীয় দিনেই ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
শনিবার দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৭৮ রান। তারা শুরু করেছিল ৭ উইকেটে ২৪৪ রান নিয়ে। বৃষ্টির কারণে মাত্র ১১.৩ ওভার খেলা হয়। আমির ৫ উইকেট নিয়েছেন। আর ইয়াসির শাহ ২টি, আব্বাস ও রিয়াজ ১টি করে উইকেট পেয়েছেন।
No comments