৪০০ রানে জিতল সৌদি আরব!
চীনের বিপক্ষে বিশাল জয় পেলো সৌদি আরব। থাইল্যান্ডে বিশ্ব ক্রিকেট লিগের আঞ্চলিক পর্বের যোগ্যতা অর্জন ম্যাচে চীনকে ৩৯০ রানে হারিয়েছে তারা। মাত্র ২৮ রানে অলআউট হয়েছে চীন! শনিবার ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে সৌদি আরব তুলেছিল ৪১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে চীন ১২.৪ ওভারে গুটিয়ে যায় চীন। সৌদি আরবের হয়ে ৫০ রান করেন শাহবাজ রশিদ। মোহম্মদ আফজল ৯১ বলে সেঞ্চুরি করেন। অধিনায়ক শোয়েব আলি ৪১ বলে করেন ৯১। চীনের ব্যাটসম্যানরা সৌদি আরবের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন।
সাতজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। অফস্পিনার শাহবাজ রশিদ হ্যাটট্রিক করেন। এছাড়া তিনটি করে উইকেট নেন ইবরার উল হক এবং ইমরান আরিফ। রশিদ ৪ উইকেট পেয়ে যেতেন। কিন্তু চীনের ১১ নম্বর ব্যাটসম্যান জিয়াং শায়ো চোটের জন্য ব্যাট করতে নামেননি। ওয়ানডে ক্রিকেটে ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবুয়ে ৩৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। ২০০৭ সালে অনূর্ধ্ব ১৯ ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে শেষ হয়ে গিয়েছিল বার্বাডোজের বিরুদ্ধে। ম্যাচটি হয়েছিল গায়ানায়।
No comments