ডিপিএলের চতুর্থ-ষষ্ঠ রাউন্ডের খেলা পেছালো
বৈরী আবহাওয়ার জন্য পেছানো হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ডের খেলার সময়সূচি। ২৩ এপ্রিল থেকে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা থাকলেও শনিবারের ভারী বর্ষণ বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে আকস্মিকভাবে ডিপিএলের খেলা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। নতুন সময়সূচি অনুযায়ী চলতি ডিপিএলের চতুর্থ রাউন্ডের খেলা মাঠে গড়াবে ২৫ এপ্রিল থেকে।
বিষয়টি নিশ্চিত করে সিসিডিএম কো-অর্ডিনেটর আমিন খান বলেন, ‘বৈরী আবহাওয়ার জন্য খেলা দুই দিন বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আরো দুই দিন বৃষ্টির পূর্বাভাস আছে। তাই ২৩ ও ২৪ এপ্রিল খেলা স্থগিত রাখা হয়েছে।’ ২৫ ও ২৬ এপ্রিল চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি নতুন সূচি অনুযায়ী পঞ্চম রাউন্ড ২৮ ও ২৯ এপ্রিল এবং ষষ্ঠ রাউন্ডের খেলা মাঠে গড়াবে যথাক্রমে ১ ও ২ মে। প্রথম তিন রাউন্ডের মতো চতুর্থ-ষষ্ঠ রাউন্ডের খেলাগুলোও অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যু যথাক্রমে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপির ৩ নম্বর ও ৪ নম্বর মাঠে।
No comments