বামদের রামযাত্রার বিরুদ্ধে মমতার হুশিয়ারি
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে দীর্ঘদিন সরব ছিল বিরোধীরা। এবার বামদের সঙ্গেই বিজেপির সমঝোতার পাল্টা অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে দলের কর্মীদের প্রতি তার পরামর্শ- সিপিএম (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া) কর্মীদের বোঝাতে হবে, তারা যেন বিজেপির দিকে চলে না যান! শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক অভ্যন্তরীণ নির্বাচনে এ পরামর্শ দেন মমতা। নির্বাচনে দলের সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সুব্রত বকসি।
মমতা কটাক্ষ করে বলেন, ‘দিল্লি থেকে এলো রাম, সঙ্গে জুড়ে গেল বাম! -এই স্লোগানটা তৈরি করুন ভালো করে।’ খবর ইন্ডিয়া টুডের। ভারতে জরুরি অবস্থার পর কংগ্রেসের সঙ্গে সিপিআইয়ের সমঝোতাকে কটাক্ষ করে সিপিএমের স্লোগান ছিল, ‘দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই’! কংগ্রেসের তৎকালীন গাই-বাছুর নির্বাচনী প্রতীককে ঘিরেই এমন ছড়া। বামদের কটাক্ষ করে দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘পাড়ায় পাড়ায় সিপিএমের লোকদের বুঝিয়ে বলুন, বিজেপিতে যাবেন না।’
No comments