এসডি রুবেলের পরিচালনায় শেষ হচ্ছে বৃদ্ধাশ্রম
সরকারি অনুদানের ছবি ‘বৃদ্ধাশ্রম’। ছবিটিতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন জনপ্রিয় গায়ক এসডি রুবেল ও চিত্রনায়িকা ববি। ছবিটির শুটিং শুরু হয়েছে গত বছর। তখন যৌথভাবে এর পরিচালনায় ছিলেন স্বপন চৌধুরী ও এসডি রুবেল। কিন্তু শুরু থেকেই স্বপন চৌধুরী অসুস্থ থাকায় এসডি রুবেল একাই পরিচালনার দায়িত্ব পালন করছেন। এতে এসডি রুবেল একজন সমাজসেবকের এবং ববি সমাজকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘আমি বিভিন্ন সময় সামাজিক সচেতনতামূলক বিজ্ঞাপন, ম্যাগাজিন অনুষ্ঠান, অসংখ্য মিউজিক ভিডিও নির্মাণ করেছি। তাই নির্মাণে আমার অভিজ্ঞতা আছে বেশ ভালো।
তাছাড়া আমার প্রযোজনা সংস্থা থেকে নাটকও নির্মিত হয়েছে। আমাদের দেশে এখন সামাজিক গল্পের চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধই হয়ে গেছে। যে কারণে মনের তাগিদ থেকেই বৃদ্ধাশ্রম নিয়ে গল্প দাঁড় করিয়েছি। সরকারের কাছে কৃতজ্ঞ এমন একটি গল্পের চলচ্চিত্র নির্মাণে অনুদানের জন্য। কিন্তু অনুদান আরও বাড়ান উচিত। কারণ এখন আমাদের নিজেদের পকেট থেকেই চলচ্চিত্রটি শেষ করার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে।’ এতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘গল্পটি আমি আগেই পড়েছি। বৃদ্ধাশ্রমে শুটিং করতে গিয়ে খুব খারাপ লেগেছিল। এত কষ্ট করে বৃদ্ধাশ্রমে মা-বাবারা থাকেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। সেখানে যাওয়ার পর এ ছবিটির প্রতি দরদ আরও বেড়ে গেছে।’ এরই মধ্যে সত্তরভাগের মতো কাজ শেষ হয়েছে বলে জানান এসডি রুবেল। শিগগিরই বাকি কাজ শেষ করে চলতি বছরই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় শাবনূরের বিপরীতে ‘এভাবেই ভালোবাসা হয়’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এসডি রুবেল।
No comments