চিলির উপকূলে শক্তিশালী ভূমিকম্প
চিলির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভালপারাইসো থেকে ৪২ কিলোমিটার পশ্চিমে উপকূলের অদূরে ৯.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। চিলির জাতীয় জরুরি অফিস (ওএনইএমআই) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। এই ঘটনায় হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামিক সতর্কীকরণ কেন্দ্র কোন সতর্কতা জারি করেনি। ভালপারাইসোতে সন্ধ্যায় কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হয়েছে।
No comments