মন্ত্রীকে ঠেকাতে বিজয়নগরে আ'লীগের হরতাল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সফরের প্রতিবাদে চলছে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল। উপজেলা আওয়ামী লীগ এই হরতাল আহ্বান করে। রোববার ভোর থেকে বিজয়নগর উপজেলা সদরসহ বিভিন্ন সড়ক ও এলাকায় যানবাহন এবং লোক চলাচলও কম দেখা গেছে। তবে বিজয়নগরের উপর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে মন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় সকাল আজ ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল পুলিশ, বিজিবি ও র্যাবের টিম। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, বিজয়নগর ও সরাইলের বিভিন্ন মোড়ে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
No comments