রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
রমেল চাকমার মৃত্যুর প্রতিবাদে রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। রোববার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধে সড়ক ও নৌপথে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বাইরে থেকেও জেলায় কোনো যান প্রবেশ করেনি। অবরোধের পক্ষে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা নানিয়ারচর, বগাছড়ি, ঘিলাছড়ি, সদরের কুতুকছড়ি, সাপছড়ি, কাউখালী, ঘাগড়াসহ বিভিন্ন এলাকায় পিকেটিং হয়েছে। এর আগে গতকাল শনিবার পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থনে ৭ সংগঠন এ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নানিয়ারচর থানার সাধারণ সম্পাদক রমেল চাকমা গত ১৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ট্রাক পোড়ানো ও বাস লুটের অভিযোগে ৫ এপ্রিল জেলার নানিয়ারচর উপজেলা সদর থেকে তাকে আটক করে নিরাপত্তাবাহিনী। রমেল চাকমার মৃত্যুর ঘটনাটিকে 'হত্যাকাণ্ড' দাবি করে ধর্মঘট পালন করছে 'রমেল হত্যা প্রতিবাদ' কমিটি।
No comments