হবিগঞ্জে গণপিটুনিতে নিহত ১
হবিগঞ্জের সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে জুয়েল মিয়া নামে এক ব্যক্তি নিহত ও অন্য আরেকজন আহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার পূর্ব সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল সদর উপজেলার জমুনাবাদ গ্রামের সুরত আলীর ছেলে। এলাকাবাসী জানায়, ভোরে পূর্ব সুলতানশী গ্রামের জবেদ আলীর ঘরের দরজায় শব্দ হয়। তখন ঘরের লোকজন বের হয়ে ধাওয়া দিয়ে জুয়েল মিয়াকে আটক করে।
এ সময় বাড়ির তাদের চিৎকারে এলাকার লোকজন বেড়িয়ে এসে গণপিটুনি দিলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। ধস্তাধস্তিতে আহত হন জবেদ আলীর ছেলে তাজুল ইসলাম। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments