ফিলিপাইনে ভূমিকম্প
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। রাষ্ট্রীয় ভূকম্পনবিদরা একথা জানিয়েছেন। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের সুরিগাও দেল সুর প্রদেশের তানদাগ নগরী থেকে প্রায় ২২ কিলোমিটার পূর্বে ২৮ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ফিভোলকস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। ফিভোলকস জানায়, এই ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না। তবে ভূমিকম্প পরবর্তী কম্পন হচ্ছে।
No comments