সৈয়দপুরে সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। রবিবার সকালে কেন্দ্রিয় বাস টার্মিনালে ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি আকতার হোসেন বাদল। এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলার বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সংগঠনিক সম্পাদক মমতাজ আলী, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। বক্তরা বলেন অনতি বিলম্বে মটর মালিক ও শ্রমিকদের স্বার্থ পরিপন্থি সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবি জানান। ২০১৭ আইন পাশ হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।
No comments