শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত
শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে রিবন মারাক (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিজুড়ি খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিবন শ্রীবরদী উপজেলার বালিজুড়ি এলাকার খ্রিস্টানপাড়ার লিপন সাংমার ছেলে। শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, রাতে বালিজুড়ি খ্রিস্টানপাড়ার রিবন মারাকের বোরো ধানক্ষেতে বন্যহাতির দল নামে। ফসল বাঁচাতে তিনি মশাল নিয়ে বন্যহাতির পালকে তাড়াতে যায় এবং আশপাশের লোকজনকে ডাকাডাকি করতে থাকে। এ সময় বন্যহাতির পাল ধাওয়া দিলে রিবন দৌড়ে নিজ বসতঘরে আশ্রয় নেন। বন্যহাতির দল সেখানে আক্রমণ করে রিবন, তার স্ত্রী শৈল সাংমা ও ছেলে বিজয় সাংমাকে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে স্বজনেরা শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়ার পথে রিবনের মৃত্যু হয়।
No comments