পাকিস্তানের সঙ্গে 'সব ভাষাতেই' কথা বলতে প্রস্তুত দিল্লি
পাকিস্তানের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় ফোরামে আলোচনায় প্রস্তুত ভারত। গতকাল সোমবার ইন্ডিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ পাকিস্তানের প্রতি এমন বার্তাই দিয়েছেন।
তিনি বলেন, ইসলামাবাদের সঙ্গে ক্রিকেট, যুদ্ধ বা আলোচনা- যেকোনো ভাষায় কথা বলতে প্রস্তুত নয়াদিল্লি।
সালমান বলেন, 'পাকিস্তান ক্রিকেটের ভাষা বুঝলে আমরা সে ভাষাতেই কথা বলব। তারা যদি যুদ্ধের ভাষা বোঝে, তাহলে আমাদেরও ভাষা হবে যুদ্ধ আর তারা যদি সংলাপ চায়, তাহলে তাতেও আমরা প্রস্তুত।' সাক্ষাৎকারের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক সানডে এঙ্প্রেস জানায়, ভবিষ্যত ভারত-পাকিস্তান সম্পর্ক নির্ভর করছে মুম্বাই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইসলামাবাদ কী ব্যবস্থা নিচ্ছে, তার ওপর। তিনি বলেন, 'আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাইলে; পাকিস্তানকে অবশ্যই দায়িত্বশীলতা দেখাতে হবে।'
সালমান বলেন, 'পাকিস্তান ক্রিকেটের ভাষা বুঝলে আমরা সে ভাষাতেই কথা বলব। তারা যদি যুদ্ধের ভাষা বোঝে, তাহলে আমাদেরও ভাষা হবে যুদ্ধ আর তারা যদি সংলাপ চায়, তাহলে তাতেও আমরা প্রস্তুত।' সাক্ষাৎকারের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক সানডে এঙ্প্রেস জানায়, ভবিষ্যত ভারত-পাকিস্তান সম্পর্ক নির্ভর করছে মুম্বাই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইসলামাবাদ কী ব্যবস্থা নিচ্ছে, তার ওপর। তিনি বলেন, 'আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাইলে; পাকিস্তানকে অবশ্যই দায়িত্বশীলতা দেখাতে হবে।'
No comments