জুয়েলারির বিজ্ঞাপনে জেরিন খান!
২০১০ সালে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয়েছিল জেরিন খানের। তারপর ‘রেডি ’এবং ‘হাউজফুল ২’ তেও অভিনয় করেন এই সেলিব্রেটি। এখন তার অভিনয়ের ঝুলি খালি পরে আছে।
আপাতত স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন জেরিন। তবে নতুন একটি জুয়েলারির বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তিনি এই বিজ্ঞাপনে কাজ করার জন্য আগ্রহী ছিলেন কারণ তার আগে এই জুয়েলারির ব্র্যান্ডটির সাথে বিপাশা বসু, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, কাজল এবং সোনাক্ষি সিনহা কাজ করেছেন।ইন্ডিয়ার সাতটি শহরে ভ্রমণের পর জেরিন খান সালমান খানের একটি শো’তে পারফর্ম করার জন্য দুবাই গেছেন। সেখান থেকে আসার পর তিনি এ বিজ্ঞাপনের শুটিংয়ের শুরু কাজ করবেন।
No comments