ইইউয়ের প্রতি হানিয়া-সন্ত্রাসী তালিকা থেকে হামাসকে বাদ দিন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসী তালিকা থেকে হামাসের নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসমাইল হানিয়া। গত রবিবার গাজা সফরকারী একটি ইউরোপীয় প্রতিনিধিদলকে তিনি এ আহ্বান জানান।
একই সঙ্গে তিনি দখলদার শক্তির বিরুদ্ধে লড়াইরত গাজার অন্যান্য সংগঠনের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন।
হানিয়া গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের প্রধানমন্ত্রী। তিনি ইসরায়েলকে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র অ্যাখ্যায়িত করে বলেন, 'আমাদের জনগণের বিরুদ্ধে অব্যাহত নির্যাতন এবং সর্বশেষ গত মাসে পরিচালিত আট দিনের আগ্রাসনের জন্য দখলদার শক্তির (ইসরায়েল) নেতাদের বিচার করার সময় এসেছে।' তিনি বলেন, 'তাঁর সংগঠন এবং গাজায় সক্রিয় অন্য গ্রুপগুলো আত্মরক্ষার স্বার্থেই লড়াই করছে।'
গত নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলার প্রতি ইঙ্গিত করে হানিয়া বলেন, 'দখলদার শক্তি যুদ্ধাপরাধ করেছে_এতে কোনো সন্দেহ নেই।' সূত্র : হারেৎজ।
হানিয়া গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের প্রধানমন্ত্রী। তিনি ইসরায়েলকে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র অ্যাখ্যায়িত করে বলেন, 'আমাদের জনগণের বিরুদ্ধে অব্যাহত নির্যাতন এবং সর্বশেষ গত মাসে পরিচালিত আট দিনের আগ্রাসনের জন্য দখলদার শক্তির (ইসরায়েল) নেতাদের বিচার করার সময় এসেছে।' তিনি বলেন, 'তাঁর সংগঠন এবং গাজায় সক্রিয় অন্য গ্রুপগুলো আত্মরক্ষার স্বার্থেই লড়াই করছে।'
গত নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলার প্রতি ইঙ্গিত করে হানিয়া বলেন, 'দখলদার শক্তি যুদ্ধাপরাধ করেছে_এতে কোনো সন্দেহ নেই।' সূত্র : হারেৎজ।
No comments