'রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না সিরিয়া'
সিরিয়া কোনো পরিস্থিতিতেই তার জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করবে না। সরকারবিরোধীদের পরাস্ত করতে শেষ উপায় হিসেবে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে পারে দামেস্ক_এ আশঙ্কায় গতকাল সোমবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।
এর পরিপ্রেক্ষিতে গতকালই সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'পরিস্থিতি যা-ই হোক, আসাদ সরকার তাঁর জনগণের বিরুদ্ধে কখনোই রাসায়নিক অস্ত্রের ব্যবহার করবে না।'
এদিকে গতকাল এক দিনের সফরে তুরস্কে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের উন্নয়নই এ সফরের লক্ষ্য। তবে সিরিয়া প্রশ্নে আংকারা-মস্কোর বিপরীতমুখী অবস্থান পুতিনের সফরে ছায়াপাত করতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা তাদের প্রতিবেদনে দাবি করে, আসাদবিরোধীদের উৎখাত করতে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে পারে দামেস্ক। পশ্চিমা গোয়েন্দাদের কাছে এমন ইঙ্গিত আছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল আসাদ সরকারের বিরুদ্ধে সতর্কতা জারি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেন, 'এটা যুক্তরাষ্ট্রের জন্য রেড লাইন। আরো একবার আমরা আসাদ সরকারের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সতর্কতা জারি করেছিলাম।' ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাও তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কার কথা জানায়। আংকারার দাবি, সিরিয়ার সরকার স্কাড ও এসএস-২১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এ ব্যাপারে তাদের কাছে 'বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ' আছে। এর পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে ন্যাটোর কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে আংকারা। তাদের আশঙ্কা, প্রতিবেশী দেশ হিসেবে তারা এতে ক্ষতির শিকার হতে পারে। সূত্র : এএফপি।
এদিকে গতকাল এক দিনের সফরে তুরস্কে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের উন্নয়নই এ সফরের লক্ষ্য। তবে সিরিয়া প্রশ্নে আংকারা-মস্কোর বিপরীতমুখী অবস্থান পুতিনের সফরে ছায়াপাত করতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা তাদের প্রতিবেদনে দাবি করে, আসাদবিরোধীদের উৎখাত করতে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে পারে দামেস্ক। পশ্চিমা গোয়েন্দাদের কাছে এমন ইঙ্গিত আছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল আসাদ সরকারের বিরুদ্ধে সতর্কতা জারি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেন, 'এটা যুক্তরাষ্ট্রের জন্য রেড লাইন। আরো একবার আমরা আসাদ সরকারের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সতর্কতা জারি করেছিলাম।' ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাও তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কার কথা জানায়। আংকারার দাবি, সিরিয়ার সরকার স্কাড ও এসএস-২১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এ ব্যাপারে তাদের কাছে 'বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ' আছে। এর পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে ন্যাটোর কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে আংকারা। তাদের আশঙ্কা, প্রতিবেশী দেশ হিসেবে তারা এতে ক্ষতির শিকার হতে পারে। সূত্র : এএফপি।
No comments