সাভারে ফের কারখানায় আগুন আহত ১৫
সাভারের বাসস্ট্যান্ড এলাকায় মার্কেটের ওপর অবস্থিত একটি পোশাক কারখানায় গতকাল সোমবার সকালে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় কারখানার কর্মীরা।
তবে আগুন আতঙ্কে কারখানা থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছে।
সাভার জোনের শিল্প পুলিশের পরিদর্শক আবদুল বাতেন জানান, গতকাল সকাল সোয়া ৯টায় রাজ্জাক প্লাজার চতুর্থ তলায় অবস্থিত মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু-জিনস ওয়্যার লিমিটেডে সুইং সেকশনে একটি মেশিনের শর্টসার্কিট থেকে সামান্য আগুন বের হয়। এ সময় কারখানার কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে সাভার ফায়ার সার্ভিস কারখানায় যাওয়ার আগেই কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
সাভার জোনের শিল্প পুলিশের পরিদর্শক আবদুল বাতেন জানান, গতকাল সকাল সোয়া ৯টায় রাজ্জাক প্লাজার চতুর্থ তলায় অবস্থিত মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু-জিনস ওয়্যার লিমিটেডে সুইং সেকশনে একটি মেশিনের শর্টসার্কিট থেকে সামান্য আগুন বের হয়। এ সময় কারখানার কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে সাভার ফায়ার সার্ভিস কারখানায় যাওয়ার আগেই কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
No comments