এখন থেকে শুধু ফিলিস্তিন
গত রবিবার দেশে ফেরার পর বীরোচিত সংবর্ধনা পেয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘে ফিলিস্তিনের জন্য 'নন-মেম্বার অবজারভার স্টেট' মর্যাদা আদায় করার কারণে পশ্চিম তীরের হাজারো জনতা স্বাগত জানায় তাঁকে।
এদিকে রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের দাপ্তরিক নাম বদলে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন করেছে।
আব্বাসের দেশে ফেরা উপলক্ষে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি রবিবার পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে জড়ো হয়। জনতার উদ্দেশে মাহমুদ আব্বাস বলেন, "আমরা এখন একটি রাষ্ট্র। ফিলিস্তিন জাতিসংঘের কাছ থেকে ঐতিহাসিক অর্জন নিয়ে এসেছে।
এদিকে জাতিসংঘে মর্যাদা বৃদ্ধির পরপরই ফিলিস্তিনের নাম পরিবর্তন করার কাজ শুরু হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের দাপ্তরিক নাম বদলে ফিলিস্তিন করেছে। বিভিন্ন আবেদনপত্র ও দলিলেও নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে। বেলজিয়াম তাদের দেশে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধিকে রাষ্ট্রদূতের মর্যাদা দিয়েছে। সূত্র : এএফপি।
আব্বাসের দেশে ফেরা উপলক্ষে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি রবিবার পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে জড়ো হয়। জনতার উদ্দেশে মাহমুদ আব্বাস বলেন, "আমরা এখন একটি রাষ্ট্র। ফিলিস্তিন জাতিসংঘের কাছ থেকে ঐতিহাসিক অর্জন নিয়ে এসেছে।
এদিকে জাতিসংঘে মর্যাদা বৃদ্ধির পরপরই ফিলিস্তিনের নাম পরিবর্তন করার কাজ শুরু হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের দাপ্তরিক নাম বদলে ফিলিস্তিন করেছে। বিভিন্ন আবেদনপত্র ও দলিলেও নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে। বেলজিয়াম তাদের দেশে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধিকে রাষ্ট্রদূতের মর্যাদা দিয়েছে। সূত্র : এএফপি।
No comments