রেকর্ড দামে বিক্রি নেপোলিয়নের চিঠি
ক্রেমলিন উড়িয়ে দেওয়ার শপথ করে নেপোলিয়ন বোনাপার্টের লেখা প্রায় ২০০ বছরের পুরনো চিঠিটি এক লাখ ৮৭ হাজার ৫০০ ইউরোতে বিক্রি হয়েছে। গত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পূর্বের ফোঁতেনবু্লু এলাকায় এর নিলাম হয়।
নিলামে নেপোলিয়নের লেখা একটি নিবন্ধও বিক্রি হয়। এর দাম ওঠে তিন লাখ ৭৫ হাজার ইউরো। এ-যাবত তাঁর লেখা চিঠি ও রচনাসমূহের মধ্যে এটিই রেকর্ড দামে বিক্রি হলো। নিবন্ধটি রাশিয়া যুদ্ধে ফরাসি বাহিনীর পরাজয় নিয়ে লেখা। ওজেনা হাউস চিঠি দুটি নিলামে তোলে। ক্রেমলিন উড়িয়ে দেওয়ার শপথ করে চিঠিটি নেপোলিয়ন লেখেন রাশিয়ায় অভিযানকালে ১৮১২ সালের ২০ অক্টোবর। পররাষ্ট্রমন্ত্রী হিউগো বার্নার্ড মারেতকে চিঠিটি লেখা হয়। সূত্র : এএফপি।
No comments