মিনি স্কার্ট-টপস নিষিদ্ধ
আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডের পুলিশ 'ধর্ষণে প্ররোচনা'র কারণ দেখিয়ে মেয়েদের ছোট স্কার্ট ও তলপেট দেখা যায়_এমন টপস পরা নিষিদ্ধ করেছে। লম্বায় ছোট জিনসও এ নিষেধাজ্ঞার আওতায়। গত সোমবার স্থানীয় গণমাধ্যম সূত্রে এ খবর জানা যায়।
এ নিষেধাজ্ঞা অমান্য করলে ১০ ডলার জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
পুলিশের মুখপাত্র ওয়েন্ডি লেটারের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট নিউজ অনলাইন জানায়, মেয়েরা যে ছোট পোশাক পরে_শরীর থেকে তা খুলে ফেলা ধর্ষণকারীদের জন্য সহজ। মেয়েদের ধর্ষণ ও তাদের উপর হামলার জন্য ছোট পোশাকই দায়ী।
২০০০ সালে সরকার ১০ বছর ও এর বেশি বয়সী স্কুলছাত্রীদের জন্য একটি আইন করেছিল। উচ্ছৃঙ্খলতা রোধে তাদের হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট পরার বিধান করা হয় সে আইনে। মূলত এইডসের বিস্তার ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়। তবে দেশটির বার্ষিক অনুষ্ঠান রিড ডান্সে মেয়েদের প্রথাগত ছোট পোশাক পরা নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এ অনুষ্ঠানে কুমারী মেয়েরা গুটি বসানো স্কার্ট পরে। শুধু শরীরের সামনের অংশটা ঢাকা থাকে। উল্লেখ্য, বিশ্বে এইডসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি সোয়াজিল্যান্ড। সূত্র : বিবিসি।
পুলিশের মুখপাত্র ওয়েন্ডি লেটারের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট নিউজ অনলাইন জানায়, মেয়েরা যে ছোট পোশাক পরে_শরীর থেকে তা খুলে ফেলা ধর্ষণকারীদের জন্য সহজ। মেয়েদের ধর্ষণ ও তাদের উপর হামলার জন্য ছোট পোশাকই দায়ী।
২০০০ সালে সরকার ১০ বছর ও এর বেশি বয়সী স্কুলছাত্রীদের জন্য একটি আইন করেছিল। উচ্ছৃঙ্খলতা রোধে তাদের হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট পরার বিধান করা হয় সে আইনে। মূলত এইডসের বিস্তার ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়। তবে দেশটির বার্ষিক অনুষ্ঠান রিড ডান্সে মেয়েদের প্রথাগত ছোট পোশাক পরা নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এ অনুষ্ঠানে কুমারী মেয়েরা গুটি বসানো স্কার্ট পরে। শুধু শরীরের সামনের অংশটা ঢাকা থাকে। উল্লেখ্য, বিশ্বে এইডসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি সোয়াজিল্যান্ড। সূত্র : বিবিসি।
No comments